অসুন ইসলামকে
জানি এবং মেনে চলি।
ইসলাম কথাটি
কে না শুনেনি। আমাদের অর্থাৎ মুসলিমদের প্রান এই ইসলাম। শব্দটি আরবি। ইসলাম এর অনেক
অর্থ থাকলেও বেশি গ্রহনযগ্যতা পাই অত্নসমার্পন করা ,শান্তির পথে চলা। সাধারনভাবে বলতে
গেলে ইসলাম বলতে আমাদের রব মহান আল্লাহ তায়ালা ও আমাদের প্রানি প্রিয় নেতা হযরত মুহাম্মদ
(স.) এর আনুগত্য প্রকাাশ করাকে বুঝাই।
অন্যভাবে
আমাদের রব মহান আল্লাহ তায়ালার প্রতি অন্ধ বিশ্বাস , তার সকল কিছু নির্দধায় মেনে নেওয়া
, তিনি এক তিনি আমাদের সৃষ্টি কর্তা, আমাদের রাসুল (স.) কে মেনে নেওয়া এবং তার দেখানো
পথে চলাকে ইসলাম বলে।
মহান আল্লাহ
তায়ালা আমাদের অর্থাৎ মানুষদের পুরিক্ষা করার
জন্য এই পৃথিবীতে প্রেরন করেছেন। তিনি প্রেরন করেনছেন শুধু মাত্ত তার ইবাদত এর জন্য।
তিনি এই পৃথিবীতে আমাদের ভোগের জন্য সবকিছু ুদয়েছেন । আলো ,বাতাস, পানি, থেকে শুরু
করে আমাদের শুরিরের প্রতিটা অঙ্গ তারই দান। এমনকি আমাদের ভালো কাজের বিনিময়ে রয়েছে
জান্নাত। যেখানে মহান আল্লহ আমাদের জন্য সবকিছুর ব্যাবস্থা করেছেন। তিনি সূরা আর রহমান
এ বলেন:-
“অতয়েব তোামরা উভয়েই তোমাদের পালন কর্তার কোন কোন অনুগ্রহকে আস্বীকার করবে
?”
যা থেকে বুঝা
যাই মহান আল্লাহ তায়ালা আমাদের সবকিছুই দিয়েছেন। তার জন্য আমরা তার কথা মতো চলব। এই
কথা মতো চলাকে ইসলাম বলে। আর ইসলাম অনুযয়ী
যে চলে তাকে বলে মুসলমান।
ইসলাম সর্ম্পকে
একটি হাদিসে বলা হয়েছে :-
”ইসলাম হলো – তুমি এ কথার সাক্ষ্য দিবে যে, আল্লাহ ব্যাতিত আর কোন ইলাহ নেই।
আর হযরত মুহাম্মদ (স.) আল্লার রাসুল, সালাত আদায় করবে, যকাত আদায় করবে, রমজানে সিয়াম
পালন করবে এবং সামার্থ্য থাকলে হজ্ব করবে।” ( বুখারি ও মুসলিম)
সূরা আলে
ইমরানে বলা হয়েছে:-
“নিশ্চয়
আল্লার নিকট ইসলামই একমাত্ত মনোনীত ধর্ম বা জীবন ব্যাবস্থা।”
ইসলাম বিশ্বের
দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান ধর্ম। ইসলাম ধর্মের অনুসারী সংখ্যা
১.৯ বিলিয়ন প্রতিদিন এর সখ্যা বাড়ছে। মুসলমানরা ৫০ এর অধিক দেশের সংখ্যাগরিষ্ঠ। ইসলাম
কখনো পৃথিবী থেকে বিলুপ্ত হবে না। এক সময় পুরো পৃথীবি ধ্বংশ হয়ে যাবে।
মহান আল্লাহ
তায়ালা এই ইসলাম এর জন্য যুগে যুগে অনেক নবি ও রাসুল পাঠিয়েছেন। যাতে করে মহান আল্লাহ
তায়ালার বানি মানুষের নিকট পেীছাতে পারে। কেননা মানুষের ুনকট মহান আল্লার বানী পোছানো
দরকার। এবং ঐ সব নবি রাসুলগন মহান আল্লার বানি
মানুষের ুনকট পেীছে ুদয়েছেন।
মহান আল্লাহ
তায়ালা বলেন:-
“আজ আমি
তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণোঙ্গ করলাম; আর তোমাদের উপর আমার নিয়ামতকে সর্ম্পন
করলাম এবং ইসলামকে তোমাদের জীবনব্যাবস্থা হিসাবে মনোনীত করলাম।” (সূরা আল-মাযিদা,
অয়াত ৩)
সুতুরাং বলা
যাই ইসলাম পুর্ণাঙ্গ জীবন ব্যাবস্থাা। মানুব জীবন এর সকল সমস্যা এর সমাধান এর মধ্যে
আছে। তাই আমরা মহান আল্লাহকে আমাদের রব ুহিসাবে মেনে নিবো রাসুল (স.) কে মেনে চলবো।
ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করবো তাহলেই আমাদের জীবন সুন্দর হবে।
0 মন্তব্যসমূহ